করোনা সংকটের সময় দেশের অর্থনীতিকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। যার মধ্যে রয়েছে টাকা ছাপানো। আমেরিকা, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও জাপান এমনকি তুরস্ক ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য টাকা ছাপানোর পন্থা অবলম্বন করেছে। টাকা ছাপিয়ে বিশাল জনসংখ্যার ও বিপুল অর্থনীতির দেশ ভারতও নিজেদের অর্থনীতি বাঁচাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমেরিকা ফেড রিজার্ভ এমন পদক্ষেপ নিয়েছিল ২০০৮ সালের আর্থিক সংকট মেটাতে। এবার করোনা সংকটেও একই টেমপ্লেট ব্যবহার করা হচ্ছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কোন একটি ইউরোজোন দেশের কাছ থেকে বন্ড কেনার ব্যাপারে সীমা তুলে দিচ্ছে। ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি আছে সাময়িকভাবে যদি প্রয়োজন পড়ে তখন সরকারকে টাকা ধার দেওয়ার জন্য।ব্যাঙ্ক অফ জাপান সীমাহীন ভাবে সরকারি বন্ড কিনবে। ১৯৮০ দশকে আরবিআই ঋণ নগদীকরণ করেছিল এবং ১৯৯০ দশকের শেষ দিকে সরকার অ্যাড হক ট্রেজারি বিল মারফত নগদীকরণ করেছিল। ১৯৯৪ সালে আরবিআই এবং সরকার মিলে নিয়ন্ত্রণ চাপিয়েছিল যেটা ১৯৯৭ সালে আস্তে আস্তে তুলে নেওয়া হয়। যদিও এটা চলছে অন্য একটা ফর্মে- আরবিআই ধরে নিচ্ছে আনসাবস্ক্রাইব পাবলিক ডেব অকশন মারফত। এফআরবিএম আইন ২০০৩, আটকে দিচ্ছে আরবিআই কে প্রাথমিক ভাবে সরকারি বন্ড কেনার ক্ষেত্রে।