ইহুদি রাষ্ট্র ইসরাইল পুলিশ পবিত্র রমজান মাসে জেরুসালেমে ফিলিস্তিনিদের রোজা রাখতে দিচ্ছে না বলে অভিযোগ তুলল ফিলিস্তিনিরা। বিশেষ করে ভোরে খাবারের সময় (সেহেরীর সময়) ফিলিস্তিনি মুসলিমদের ইসরাইল পুলিশ হুমকি দিয়ে যাচ্ছে, তারা যেন রোজা রাখার জন্য মুসলিমদের ডাকাডাকি না করে।
অভিনগ, পূর্ব জেরুজালেমের আল জোয উপত্যকা ও আশপাশের এলাকায় রোজা রাখার জন্য এলাকায় ঘুরে ঘুরে মানুষের ঘুম ভাঙানো ব্যক্তিকে বাধা ও গ্রেফতারের হুমকি দিয়েছে ইসরাইলি পুলিশ।বুধবার ভোর রাতেও এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন শেষ রাতে রোজা রাখতে মানুষদেরকে ঘুম থেকে জাগান আরিন জানিন নামে এক ফিলিস্তিনি।
ইসরাইলি পুলিশ বলেছে যে ধরনের কাজ যেন বন্ধ রাখা হয়। তারা আরও বলে, আরিনকে কঠোর ভাষায় বলে দেয়া হয়েছে, ফের যদি তাকে শেষ রাতে রাস্তায় হাঁটতে এবং ঢোল বাজিয়ে মানুষের ঘুম ভাঙাতে দেখা যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে। এরফলে রমজানে ফের আতঙ্ক দেখা দিয়েছে ফিলিস্তিনের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct