সামাজিক দূরত্ব না মেনে রেশন নিতে হাজির হওয়ায় খোদ মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাই তিনি বলেছিলেন মানুষ যদি সামাজিক দূরত্ব না মেনে রেশনের লাইনে দাঁড়ান তাহলে রেশন দেওয়া বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই সাবধানবানিতেও কাজ হচ্ছে না। আলিপুরদুয়ার জুড়ে রেশন নিতে সামাজিক দূরত্ব না মানার ছবি সামনে আসতে শুরু করেছে। অথচ এই আলিপুরদুয়ার জেলার চার জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতেও কোনো হেলদোল নেই এলাকার মানুষদের। এর ফলে সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এমনকি আলিপুরদুয়ার জেলা গ্রীন জনের তালিকায় ছিল, করোনা সংক্রমণ দেখা দেওয়ায় ওই জেলা এখন অরেঞ্জ জন্যে চলে এসেছে যা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে।
লাকডাউনের কোনো তোয়াক্কা না করে যেভাবে দকে দলে মানুষ গাদাগাদি করে রেশন নিতে লাইন দিচ্ছে তা উদ্বেগ সৃষ্টি করেছে। তাই শান্তিতে নেই আলিপুরদুয়ার জেলার পুলিশ। মানুষকে বোঝাতে বোঝাতে কালঘাম ছুটে যাচ্ছে।