দেশের হয়ে বহু পুরস্কার পেয়েছেন টেনিস রানী সানিয়া মির্জা। ভারতের সম্মানকে তিনি বাড়ে বাড়ে বিশ্বহ দরবারে তুলে ধরেছেন। এবার প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়লেন টেনিস তারকা সানিয়া মির্জা। বৃহস্পতিবার ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এই মনোনয়ন পেয়ে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডস নির্বাচন প্যানেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সুদর্শনী। এশিয়া-ওশিয়ানিয়া অঞ্চল থেকে ইন্দোনেশিয়ার প্রিস্কা মেডেলিন নুগরোরহোর সঙ্গে ফেড কাপ মনোনয়ন পেয়েছেন সানিয়া। এবারের ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের একাদশ সংস্করণে ইউরোপ-আফ্রিকা অঞ্চল থেকে অ্যানেট কোন্টাভেইট (এস্টনিয়া) ও ইলিওনোরামলিনারো (লুক্সেমবার্গ) মনোনয়ন পেয়েছেন। আমেরিকা থেকে মনোনয়ন পেয়েছেন মেক্সিকোর ফার্নান্ডা কনট্রেরাস ও প্যারাগুয়ের ভেরোনিকাকেপেডে।
চার বছর পর সম্প্রতি ফেড ক্যাপে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সানিয়া। ১৮ মাসের শিশুপুত্রকে রেখে কোর্টে নেমে পড়েছিলেন সানিয়া। কোর্টেই তাক লাগান তিনি। প্রথমবার ভারতকে প্লে-অফে পৌঁছেও দেন।
এ বিষয়ে সানিয়া বলেছেন, ভারতের জার্সি পরে কোর্টে নেমে পড়াটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত ছিল ২০০৩ সালে। এটা ১৮ বছরেরএকটা লম্বা সফর। আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত ভারতীয় টেনিসের সাফল্যে অবদান রাখতে পেরে।
আগামী ১ মে থেকে অনলাইনে শুরু হবে ভোট। চলবে ৮ মে পর্যন্ত। ফ্যানদের দেয়া ভোটের ভিত্তিতেই ঠিক হবে হার্ট অ্যাওয়ার্ডের বিজয়ী কে হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct