করোনা সংক্রমণের জন্য বিশ্বের বহু দেশেই এখন লকডাউন চলছে। আর লকডাউন চলাকালীন নিয়ম বিধিও কঠোর থেকে কঠোরতম হচ্ছে। কেউ মাস্ক না পরলে কিংবা রাস্তায় থুতু ফাকে জরিমানা যারা হচ্ছে। এরকম জরিমানার শিকার হলে প্রায় ৯ হাজার জন। তবে তা আমাদের দেশে নয়, ব্রিটেনে।
ব্রিটেনা এখন করোনা ভাইরাস মহামারি আকার নিয়েছে। তাই প্রায় একমাসেরও বেশি সময়ে লকডাউনে রয়েছে। কিন্তু এরই মধ্যে কোন কারণ ছাড়াই বাড়ি থেকে বের হয়ে লকডাউন ভঙ্গ করায় প্রায় ৯ হাজার জন সাধারণ নাগরিককে জরিমানা করেছে ব্রিটিশ পুলিশ । ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিল (এনপিসিসি) জানিয়েছে আইন ভঙ্গকারীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছেন পুরুষ এবং তাদের বয়স ৩৫ এর নিচে। ঘর থেকে বের হওয়ার বিভিন্ন কারণও খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে- এ র মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যিনি চুল কাটার জন্য তার বন্ধুর বাড়ি গিয়েছিলেন। বার বার জরিমানাও করা হয়েছে ; এর মধ্যে এক ব্যক্তিকেই করা হয়েছে ৬বার জরিমানা। দ্বিতীয়বার জরিমানা গুনতে হচ্ছে ৩৪৩জনকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct