ক্যাম্প ন্যু ছেড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু অল্প কিছুদিন পরেই স্বপ্নভঙ্গ হয় তার। বুঝতে পারেন, বড় ভুল হয়ে গিয়েছে। ২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে অনেক বড় স্বপ্ন নিয়ে কাতালান জায়ান্টদের ঘরে প্রবেশ করেন নেইমার। এরপর চার বছর দলটির হয়ে ১২৩ ম্যাচ খেলে ৬৮ গোল করেন তিনি। এই সময়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপসহ সব বড় শিরোপা জেতার স্বাদও পেয়ে যান। এই সময়ে মেসি, সুয়ারেজ আর নেইমার মিলে গড়ে তোলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমনভাগ, যার নামই হয়ে যায়, ‘এমএসএন’।একসাথে খেলার সময় থেকেই মেসির সাথে নেইমারে বন্ধুত্ব ছিল অতুলনীয়। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তাদের বোঝাপড়া ছিল দারুণ। এজন্যই প্রিয় বন্ধুকে ছেড়ে প্যারিসে পাড়ি জমানোর পর এক মরশুম না যেতেই নেইমার নিজের ভুল বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন, মেসিকে ছায়া থেকে বের হয়েছেন ঠিকই, কিন্তু যে উদ্দেশ্যে প্যারিসে পাড়ি জমালেন তার কোনোটাই এখন পূরণ হওয়ার নয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের আতঙ্কে ফ্রান্স ছেড়ে ব্রাজিলে ফিরে গিয়েছেন নেইমার। সেখানেই সম্প্রতি মেসির সাথে বার্সেলোনায় কাটানো সময়ের কথা মনে করে কেঁদে ফেলেন তিনি। তিনি স্বীকার করেন, মেসিকে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পাশে পেয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct