করোনা মোকাবিলায় এবার দারুণ একটা যন্ত্র তৈরি করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন ছাত্রী। তাদের তৈরি যন্ত্র কোন ব্যাক্তির কাশির আওয়াজ শুনে তা বলে দেবে, তিনি করোনা আক্রান্ত কিনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'ইনোভেশন কাউন্সিল' এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই গবেষণা। করোনা আতঙ্কের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইলেক্টট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের ২ ছাত্রী তৈরি করেছেন কাশির আওয়াজ শুনে করোনা রোগী চিহ্নিত করার যন্ত্র।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ২ ছাত্রী অন্বেষা বন্দ্যোপাধ্যায় ও আঁচল নিলহানির তৈরি যন্ত্রটি কোয়ারেন্টাইন সেন্টার, স্কুল, অফিসে প্রাথমিকভাবে করোনা আক্রান্ত শনাক্ত করতে সাহায্য করবে। কোনও স্পর্শ ছাড়াই করোনা রোগীকে চিহ্নিত করতে যন্ত্রটিতে রয়েছে ইমেজ সেন্সর ও সাউন্ড সেন্সর। ফলে এই যন্ত্র থেকে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই বললেই চলে। একাধিক মানুষের কাশির শব্দ থেকেও করোনা রোগীকে চিহ্নিত করতে পারবে এই যন্ত্র।এই যন্ত্র তৈরি করতে তাদের পরামর্শ দিয়েছেন অধ্যাপক পি ভেঙ্কটেশ্বরন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct