বলিউডের আরও এক নক্ষত্রের পতন। আরও এক মহান তারোকা হারালো ভারতীয় চলচ্চিত্র জগৎ। বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবারই না ফেরার দেশে চলে গেলেন ঋষি কাপুর।
সংকটজনক অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন। আইসিইউতেই রাখা হয়েছিল তাকে। স্ত্রী নীতু ও ছেলে রণবীর কাপুর ওঁর সঙ্গেই ছিলেন হাসপাতালে। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে বুধবার ঋষি কাপুরকে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। কিন্ত শেশ রক্ষা হলো না মারা গেলেন কাপুর পরিবারের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সে সময়ও হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র জগতে।
২০১৮ সালের মাঝামাঝি সময় থেকেই শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে রয়েছেন ঋষি কাপুর। ২০১৮’র সেপ্টেম্বর মাস। খবর এল, সস্ত্রীক ঋষি মার্কিন মুলুকের উদ্দেশে রওনা হচ্ছেন। কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কটরোগ। নিউইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি হলেন অভিনেতা। খবর, ঠিক সেই সময়েই ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা।
বুধবারই অভিনেতা ইরফান খান প্রয়ানের এক দিন অতিবাহিত না হতেই এদিন রাতে ঋষি কাপুরের আকস্মিক প্রয়াণ।