ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির এমপি পল ব্রিস্টো যে শহরে থাকেন, সেখানে ২০ হাজার মুসলিমের বাস। তাদের প্রতি সংহতি জানিয়ে এক সপ্তাহ রোজা রাখার কথা জানিয়েছেন পল ব্রিস্টো। নিজের সেই অঙ্গীকার পালনে রমজান শুরু হওয়ার পর থেকে তিনি রোজা রাখছেন। টুইটারে নিজের রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন পল ব্রিস্টো। তিনি বলেন, ' ইসলাম ও পবিত্র রমজান সম্পর্কে আরও ভালো করে জানতে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। গত চারদিন ধরে রোজা রাখছি আমি। রোজা রেখেই আমি এমপি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিপিই বিতরণসহ নানা কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্ষুধা কিংবা পিপাসার কথা মনে ছিল না। রোজা রাখা আমার কাছে সহজ মনে হয়েছে। আমি মনে করি, রমজান হচ্ছে আত্ম উন্নয়ন, বেশি করে প্রার্থনার সময়। আমি মুসলিম নই, তারপরও আমি রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct