করোনা ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের মেয়াদ আগামী ৩ মে শেষ হলেও, তা বাড়ানো হবে বলেই মনে করছেন অধিকাংশ মানুষ। লকডাউনের শুরু থেকেই ব্যাংকে মানুষের ভিড় চিন্তা বাড়িয়েছে।এর মাঝে বহু জায়গায় সামাজিক দূরত্ব না মেনেই ব্যাংকের লাইনে দাঁড়াতে দেখা যায়। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে এইচডিএফসি ব্যাংক। কলকাতার বিভিন্ন জায়গায় মোবাইল ভ্যানের মাধ্যমে এটিএম পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে তারা। একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে মোবাইল ভ্যান। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনে ব্যাংকে বা এটিএম-এ যেতে অসুবিধায় পড়ছেন অনেকেই। আবার অনেক বেশি সংখ্যক মানুষ ব্যাংক বা এটিএম-এ পৌঁছে যাচ্ছেন। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।যে এলাকায় গ্রাহক সংখ্যা বেশি, সেই জায়গা আপাতত অগ্রাধিকার পাবে। মেইন রোডের সামনে রাখা থাকবে গাড়ি। থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সমস্ত সুরক্ষাবিধি মেনেই টাকা তুলবেন গ্রাহকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct