এই মুহূর্তে করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। এতে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এটা ঠেকাতে এরইমধ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশ লকডাউন ঘোষণা করেছে। সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। একান্ত প্রয়োজনীয় কাজ সারতে হলে সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে অনেক দেশ এরই মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। যদিও বহু মানুষ তা মানছেন না। মাস্ক না পরে বাড়ির বাইরে বের হচ্ছেন।ওই সব মানুষকে শায়েস্তা করতে বিভিন্ন দেশ অভিনব ব্যবস্থা গ্রহণ করছে। এবার মাদাগাস্কারের সরকার নির্দেশ দিয়েছে ঘরের বাইরে কেউ মাস্ক না পরে বের হলে তাকে নোংরা রাস্তায় ঝাড়ু দিতে হবে। সরকারের এই নির্দেশের পর প্রশাসনের তরফ থেকে সাধারণ নাগরিককে মাস্ক না পরে রাস্তায় বের হলে এই ধরনের শাস্তি দিতে দেখা গিয়েছে। এ ব্যাপারে মাদাগাস্কার প্রেসিডেন্ট আন্দ্রি রাজো এলিনা দেশের সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ করেছেন। সূত্রের খবর, মাস্ক না পরে রাস্তায় বের হলে ঝাড়ু দেওয়ার শাস্তির ভয়ে সে দেশের ৭০ শতাংশ লোক এখন আর রাস্তায় বের হচ্ছেন না
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct