লকডাউনের মধ্যে জমায়েত হয়ে মুসলিমরা নামাজ পাঠ করছে কিনা তার নজরদারিতে ছিল পুলিশ। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজে সাধারণত একসাথে মসজিদে নামাজ পড়ে থাকে। যদিও বিশ্বের বিভিন্ন স্থানের মতো দক্ষিণ আফ্রিকায়ও মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া ছিল। কিন্তু তা অমান্য করে একটি মসজিদে জামাতে নামাজ আদায় করছিলেন কিছু মুসলিম। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে লকডাউন ভাঙ্গায় গ্রেফতার করে কিছু মুসলিমকে। কিন্তু গ্রেফতারের সময় এক পুলিশ অফিসার মুসলিমদের কাছে ঈশ্বরের দূত হিসেবে গণ্য হওয়া হজরত মুহাম্মদ সা.কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন। তাতে ক্ষেপে ওঠে আফ্রিকার মুসলিমরা। তাদের ক্ষোভের আঁচ পেয়ে অবশেষে মুসলিমদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে শনিবার মপুমালাঙ্গা প্রদেশে। ক্ষমা প্রার্থনা পর আফ্রিকান পুলিশ বাহিনীর ব্রিগেডিয়ার বিষ্ণু নাইডু এক বিবৃতিতে বলেছেন, হজরত মুহাম্মদ সা.কে নিয়ে পুলিশ যে কটু মন্তব্য করেছে তা দুর্ভাগ্যজনক। এ ধরনের মন্তব্য করাকে কখনো ক্ষমা করা যায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct