চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তা মহামারির আকার নিয়েছে। এর প্রকোপে এখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ব্রিটেনে। তার মধ্যে শুরু হয়েছে মুসলিমদের উপবাসের মাস রমজান। ধর্মপ্রাণ মুসলিমরা শত কষ্ট হলেও ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে রোজা করেন। এই কারণে সংকটেও ব্রিটেনের মুসলিমরা রোজা রাখছেন। তাই সেই রোজার অনুভূতি পেতে এবং ইসলাম ধর্মকে আরো ভালোভাবে বুঝতে রোজা রাখতে শুরু করলেন এক ব্রিটিশ অমুসলিম এমপি পল ব্রিস্টো। তিনি ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো। রোজার রাখার বিষয়টি জানিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই। অন্যদিকে, ব্রিটেনে এখনো চলছে লকডাউন। তার মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। আর তা অনুসরণ করে চলেছেন মুসলিমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct