রাজধানী শহর বলে কথা। করোনা আক্রান্ত হয়ে একের পর একমানুষ মারা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদে। সেসময় জাতি ধর্ম ভেদাভেদ ভুলে মানুষের ত্রাণে নিয়োজিত হয়ে পড়েছিলেন এলাকার বিশিষ্ট কংগ্রেস নেতা বদরুদ্দীন শেখ। কিন্তু বহু মানুষকে যিনি বাঁচালেন কাউকে হাসপাতালে ভর্তি করে কিংবা কাউকে খাবার দিয়ে, তিনিই কিন্তু করোনা আক্রান্ত হয়ে পড়লেন। আর সেই করোনা তাকে মৃত্যুর কোলে ঠেলে দিল। যে নিয়ে শোক প্রকাশ করেছেন গুজরাটের কংগ্রেস নেতা শক্তি সিং গহিল। তিনি বলেছেন, ৪০ বছর ধরে সম্পর্ক বদরুদ্দিনের সঙ্গে। রাস্তায় নেমে নিজেই করোনায় আক্রান্ত হয়ে মারা যাবেন ভাবেনি।