বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝে একটা খবর বেশ ঝড় তুলেছিল। তা হল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মারা গেছেন। প্রথম খবরটি চাউর করে আমেরিকা। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায় যে, অপারেশনের পর কিমের শারীরিক অবস্থা খুবই গুরুতর। এক মার্কিন কর্মকর্তা এ বিষয়ে বলেন, কিমের শারীরিক অবস্থা যে খারাপ সেটা সত্যি। কিন্তু এ বিষয়টি আরো যাচাই-বাছাই করতে হবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিন্ডসে গ্রাহাম দাবি করেন, কিম জং উন হয় মারা গেছেন না হয় অচেতন হয়ে আছেন। আর হংকং টিভি জানিয়ে দেয়, মারা গেছেন কিম। তথ্য গোপন রাখা হয়েছে। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে এবার দক্ষিণ কোরিয়া জানিয়ে দিল, কিম জং উন বেঁচে আছেন এবং সুস্থ আছেন। যদিও এ নিয়ে মুখ খোলেনি উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্র উপদেষ্টা মুন চাং ইন বলেন, আমাদের সরকারের অবস্থান খুবই শক্তিশালী। কিম জং উন বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তিনি গত ১৩ এপ্রিল থেকে উনসান শহরে অবস্থান করছেন। কোনো সন্দেহজনক চলাফেরার কথা জানা যায়নি। গত ১৫ এপ্রিল দাদার জন্মদিনে উপস্থিত না হওয়ায় তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। শনিবার তার মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে। এর চারদিন আগে তাকে পলিটব্যুরোর বৈঠকে দেখা যায়। সুতরাং কিম মারা গেছেন এমন ভাবটা বোকামি, যতক্ষণ না খোদ উত্তর কোরিয়া জানাচ্ছে যে কিম মারা গেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct