অভিজিৎ হাজরা, হাওড়া: নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে চলছে ২য় পর্যায়ের লক ডাউনের সরকারি বিধি নিষেধকে মান্যতা দিয়ে-অভুক্ত মানুষদের জন্য এগিয়ে এলো এক পরিবার।
হাওড়া জেলার আমতা বিধানসভার অন্তর্গত বাগনান থানার সাবসিট গ্ৰাম পঞ্চায়েতের চালধাউড়িয়া গ্ৰামের এক পরিবারের শিশু কন্যার অন্নপ্রাসনের দিন কোনো রকম জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠান না করে জাঁকজমকের টাকায় গ্ৰামের কয়েকজন উদ্যোগীদের সহযোগিতায় অন্নপ্রাশন উপলক্ষে খরচের টাকায় এলাকার ১৩০ জন অধিবাসীদের চাল,আলু,ডাল, পিঁয়াজ, সোয়াবিন,তেল, ঝালমশলা,ও বিস্কুট বিতরণ করা হল।
করোনা সংক্রমণের বিরুদ্ধে ২ য় লক ডাউনের প্রভাবে এলাকার মানুষরা অর্থসংকটে পড়েছেন। কোনো রকমে অর্ধাহারে বেঁচে আছে। কোনো রকমে এক বেলার খাওয়ার সংস্থান করতে পারলে ও পরের বেলায় কিহবে সে নিয়ে চিন্তিত। এলাকার মানুষরা অভুক্ত ও খুবই কষ্টের মধ্যে আছে। এলাকার মানুষদের এই কষ্ট দেখে চালধাউড়িয়া গ্ৰামের কোন সদস্যদের নাম প্রকাশে অনিচ্ছুক ঐ পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয়, শিশু কন্যার অন্নপ্রাসন জাঁকজমকপূর্ণ আড়ম্বর করার ইচ্ছা থাকলেও এই পরিস্থিতিতে সেই জাঁকজমক আড়ম্বরে মধ্যে করা হবে না। কোন অতিথি আপ্যায়ন ও করা হবে না। এই অনুষ্ঠানের খরচের জন্য যে টাকা ধরা হয়েছিল সেই টাকায় মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে যারা এই পরিস্থিতিতে খুবই সংকটে আছে তাদের দেওয়া হবে। সিদ্ধান্তমত কাজ ও হয়। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের কিছুটা পেয়ে ও প্রাপকরা উদ্যোগী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।তারা আশা করছেন এই ভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যেন এই সংকটময় মুহূর্তে নিজ নিজ সাধ্যমত দরিদ্র, ভিখারী, ভবঘুরে,নিরন্নদের সাহায্য-সহযোগিতা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct