যে কোনো রোগের ক্ষেত্রেই একজন ধূমপায়ীর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কারণ দীর্ঘসময় ধূমপানে ফুসফুসসহ অনেক দেহযন্ত্রই বিকল হয়ে পড়ে। কিন্তু ফ্রান্সের একটি গবেষণা বলছে ভিন্ন কথা। একজন ধূমপায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হলে অন্যদের মতো মারাত্বক অসুস্থ সে হবে না। ফ্রান্সের ওই চিকিৎসা গবেষকরা বলছেন, 'প্রতিদিন যারা ধূমপান করে তাদের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ খুব কমই পরিলক্ষিত হয়। আমাদের এ গবেষণা খুব শক্তভাবেই প্রমাণ করেছে যে, সাধারণ রোগীর চেয়ে দৈনন্দিন ধূমপায়ীদের দেহে করোনার উপসর্গ কম দেখা যায়। এমনকি তারা কোভিড-১৯ এ অন্যদের মতো মারাত্বক অসুস্থ হয় না। প্যারিস হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত ৩৪৩ জনের মধ্যে এই সমীক্ষা চালিয়ে দেখা যায় তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ লোক ধূমপান করত। অথচ ফ্রান্সের সাধারণ মানুষের মধ্যে ধূমপায়ীর হার ৩৫ শতাংশ। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ভাইরাস দেহের কোষে প্রবেশের ক্ষেত্রে নিকোটিন বাধা দেয়। তবে গবেষণা এখনও অসম্পূর্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct