নাক থেকে সরে যাওয়ার পরও আরো বেশ ক’দিন চোখে করোনা ভাইরাসের অস্তিত্ব থেকে যেতে পারে। এ বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গিয়েছে এই তথ্য। ইতালির প্রথম করোনায় আক্রান্ত রোগীর উপর গবেষণা করে এ রিপোর্টটি করা হয়েছে। ওই রোগী ৬৫ বছর বয়সের একজন মহিলা। তিনি চীনের প্রধান আক্রান্ত শহর উহান থেকে ২৩ জানুয়ারি ইতালি গিয়েছিলেন। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে গত ১৭ এপ্রিল প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায়, ইতালি যাওয়ার ছয় দিন পর ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময় তার করোনার উপসর্গ- শুকনা কাশি, গলাব্যাথা, চোখের প্রদাহ ছিল এবং চোখ গোলাপী বর্ণের হয়ে গিয়েছিল। চোখের পাতা এবং চোখের বলের চারপাশে স্বচ্ছ ঝিল্লির প্রদাহ ছিল।
সংগৃহীত নমুনায় চিকিৎসকরা তার চোখে ভাইরাসের উপস্থিতি দেখতে পায়। কয়েক দিন পর রোগীর নাকে যখন আর ভাইরাসের উপস্থিতি ছিল না, এমনকি চোখের গোলাপী বর্ণও দূরিভূত হয় তখনো চোখে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসকরা দেখতে পান, তখনো ভাইরাসটি চোখে তার অস্তিত্ব জানান দিচ্ছে। এর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, এ ভাইরাসটি উচ্চ সংক্রামক। এসব পর্যবেক্ষণ থেকে এটাই প্রতীয়মান হয় যে, নাক, মুখ ও চোখে হাত দেওয়া যাবে না এবং ঘন ঘন হাত ধুতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct