যখন কোনো রোগের ওষুধ তৈরির প্রক্রিয়া চলছে, তখন দেখা যায়, সেটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কখনো কখনো এর উল্টো ঘটনাও ঘটে। দেখা যায়, ইতিবাচক ফলও এসেছে। যেমন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভায়াগ্রা নামক ওষুধ তৈরি করা হলেও পরে দেখা গিয়েছে এটি দ্রুত বীর্যস্খলন বন্ধে কাজ করছে।বর্তমানে যৌন রোগের চিকিৎসার একটি ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, এভিটাডিল নামক ওষুধ সচরাচর যৌন রোগীদের দেওয়া হয়। কিন্তু করোনা আক্রান্ত হয়ে গুরুতর শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করে ভালো ফল পাওয়া গিয়েছে। যদিও করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার পর পজিটিভ ধরা পড়লে রোগীর উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। তবে এই ওষুধ শ্বাসকষ্ট কমিয়ে দেওয়ার ফলে করোনা চিকিৎসায় স্বাস্থ্যকর্মীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct