করোনা হয়েছে নিশ্চিত বা যাঁদের হয়েছে বলে সন্দেহ,তাদের কীভাবে খেয়াল রাখবেন সে বিষয়ে কিছু পরামর্শ থাকছে। প্রথমত, দেখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে যথেষ্ট বিশ্রাম পান, পুষ্টিকর খাবার খান, প্রচুর জল আর তরল পান করেন। একই ঘরে যখন পরিচর্যা করবেন তখন মেডিকেল মাস্ক পরবেন দুজনে। হাত দিয়ে মাস্ক ধরবেন না। মুখে হাত দেবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে। বারবার হাত ধোবেন সাবান জল দিয়ে বা স্যানিটাইজার দিয়ে। অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে ও টয়লেট ব্যবহারের পর। অসুস্থ মানুষের জন্য আলাদা বাসনপত্র, তোয়ালে, বিছানার চাদর—এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করুন।অসুস্থ ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে নিয়ে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct