মহামারি করোনার প্রভাবে পাল্টে যাবে পুরো বিশ্ব। তেমই ভাইরাস পরবর্তী সময়ে বিশ্বে বিমানের ফ্লাইট সংক্রান্ত বিভিন্ন পরিবর্তনও চোখে পড়বে। কিছু এয়ারলাইন্স সামাজিক দূরত্ব মানতে বিমানের মাঝখানের সিট সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে। ইতালির একটি বিমান সংস্থা বিমানের ইকোনমিক ক্লাসের কেবিনকে নতুনভাবে নকশার এক অভিনব আইডিয়া দিয়েছে। এভিও ইন্টেরিওরস নামের কম্পানির ইতালীয় নকশাকাররা যাত্রীদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে দুটি সিটের নকশা দিয়েছেন। এতে বিমানে অতিরিক্ত জায়গা বা মাঝের সিট সরানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছে সিএনএন। এক সারিতে তিন সিটের আসন, যার মাঝেরটি বিপরীতমুখী। প্রাচীন রোমান গড জানুসের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। প্রথমসারির প্রথম আসনটি একদিকে মুখ করানো থাকলে মাঝেরটি বিপরীত দিকে ঘুরানো এবং তৃতীয়টি প্রথমটির মতোই হবে। এভাবে দ্বিতীয় সারির আসন তিনটি হবে প্রথমসারির বিপরীতমুখী।
এই আসনগুলো পরিষ্কার সহজ হবে। এক আসন থেকে আরেক আসনের মধ্যে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ আইসোলেশন নিশ্চিত হবে। একইভাবে প্রত্যেক আসনের মাঝে স্বচ্ছ পদার্থ দিয়ে তিন ধারে ব্যারিকেড থাকবে। এতে এক যাত্রীর শ্বাস-প্রশ্বাস থেকে অন্য যাত্রী নিরাপদ থাকবেন। এভাবে পুরো কেবিনে আগের মতো আসন সংখ্যা ঠিক রাখতে অন্তত সাত ইঞ্চি অতিরিক্ত জায়গার প্রয়োজন হবে। অন্যথায় আসন সংখ্যা কমাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct