করোনার আক্রান্ত হয়ে সারা বিশ্বের এই পর্যন্ত ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে মানুষ যে জিনিসটি সবচেয়ে বেশি খুঁজছে তা হচ্ছে করোনার সঠিক চিকিৎসা। এ নিয়ে আমেরিকান জনগণ কি ভাবছে? সম্প্রতি এমন এক সমীক্ষায় উঠে এসেছে অবাক করা তথ্য। ডেমোক্রেসি ফান্ড, ইউসিএলএ ন্যাশনস্কেপ প্রজেক্ট এবং ইউএসএ টুডের এ সম্মিলিত সমীক্ষায় দেখা গিয়েছে, একতৃতীয়াংশ আমেরিকান মনে করে কোভিড-১৯ চিকিৎসায় আমেরিকার হাতে টিকা আছে। তবে সেই টিকা ট্রাম্প প্রশাসন লুকিয়ে রেখেছে।২ থেকে ৮ এপ্রিল পরিচালিত ওই সমীক্ষায় দেখা যায়, সরকার মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে বিশ্বাস করেন না অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ। জন হপকিনসন ইউনিভার্সিটির দেওয়া হিসাব অনুযায়ী গত সপ্তাহ পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৭০০ মানুষের এবং আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৮ হাজার মানুষ। সমীক্ষায় অংশগ্রহণকারী ২৯ শতাংশ মানুষ মনে করেন, করোনার টিকা সরকার লুকিয়ে রেখেছে এ সম্ভাবনা আছে। আবার ৩২ শতাংশ মানুষ মনে করেন, ওষুধ আছে এবং তা রোগীদের জন্য রেখে দেওয়া হয়েছে। তবে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মনে করেন, এ বিষয়টি সত্য নয়। অর্থাৎ সরকারের হাতে কোনো ওষুধ নেই, যেটা লুকিয়ে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct