করোনার বিস্তাররোধে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছিল সৌদি। যদিও তারইমধ্যে ২৬ এপ্রিল থেকে ১৩মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহারের আদেশ দিলেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তবে মক্কা অঞ্চলে লকডাউন এবং ২৪ ঘণ্টা কারফিউ বলবৎ থাকবে। জারি করা রাজকীয় ফরমানে বলা হয়েছে পবিত্র মক্কা নগরী ও ২৪ ঘন্টার কোয়ারেন্টাইন করা এলাকাসমূহ ছাড়া সমস্ত সৌদি আরবে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। পূর্বের কারফিউ আওতামুক্ত বিভিন্ন সেক্টরসহ আরো কিছু আর্থিক ও বানিজ্যিক সেক্টরের যেমন পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান এবং শপিংমল তাদের কার্যক্রম আগামী ২৯ এপ্রিল থেকে ১৩মে পর্যন্ত সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চালাতে পারবে। তবে এসময় অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখা যায়না এমন প্রতিষ্ঠান যেমন- সেলুন, বিউটি পারলার, ফিটনেস সেন্টার, বিনোদন কেন্দ্র, সিনেমা, কফি শপ, রেস্টুরেন্টসহ সেই সকল সেক্টর সমূহ আগের মতই বন্ধ থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct