নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রকৃত কত মানুষ মারা গিয়েছে তার সঠিক তথ্য দিতে পারেননি সিটি স্বাস্থ্য কমিশনার ড. অরিক্সিস বারবোট। তিনি প্রেস ব্রিফিংকালে এই দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন। উল্লেখ্য, ১১ মার্চ থেকেই কোন একক শহর হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে। স্বাস্থ্য কমিশনার জানান, আমাদের নথিতে ২৪ মার্চ পর্যন্ত করোনায় নিশ্চিত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৪৬। করোনায় মৃত্যু হয়েছে বলে আর একটি তালিকায় রয়েছে আরও ৫ হাজার ১০২ জনের নাম। অর্থাৎ মোট ১৪ হাজার ৮৪৮ জন। স্বাস্থ্য কমিশনার উল্লেখ করেন, উপরোক্ত সময়ে এই সিটিতে আরও ১০ হাজার ৫২২ জন মারা গিয়েছেন যাদের মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। অর্থাৎ তারা অসুস্থ অবস্থায় নিজেদের পরীক্ষা করেননি। ঘরে কিংবা ক্লিনিকে অথবা বাস-সাবওয়ে, নিজ গাড়িতে মারা গিয়েছেন। মারা যাওয়ার পরও লাশের পরীক্ষা করা হয়নি মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct