রেয়াজউদ্দিনবাজারে বেশি দামের বিক্রয়ের জন্য কৃত্রিম রং মিশিয়ে মাংস বিক্রির অপরাধে দোকানদার হাতেনাতে ধরা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কাছে। বাজারের মোস্তাকের দোকানে মাংসে কৃত্রিম লাল রং দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দোকানে রাখা রং নষ্ট করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় চান্দগাঁও, কোতয়ালী ও পতেঙ্গা থানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এতে সিএমপি পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জল মেশানো লাল রং মাংসে মেশানো হচ্ছিল তাজা দেখানোর জন্য। উক্ত দোকানে জরিমানা ছাড়াও মেসার্স খাজা, হজরত কালুশাহ্ স্টোর এবং আর রহমান স্টোরকে মূল্যষ তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা করে জরিমানাসহ সতর্ক করা হয়। তাছাড়া হারুন স্টোরকে নকল চেরি বিক্রয় করায় ৩ হাজার টাকা জরিমানা করে চার প্যা কেট নকল চেরি ধ্বংস করা হয়।
পতেঙ্গা থানার স্টিলমিল বাজারের বিসমিল্লাহ ব্রয়লার হাউসকে মূল্যহ তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা এবং আরাফাত কুলিং কর্নারকে ইফতার সামগ্রী খোলা অবস্থায় বিক্রির জন্যব সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct