করোনা ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২১০টি দেশে থাবা বসিয়েছে। এতে আক্রান্ত হয়েছে ২৭ লাখ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯১৯ জন। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও থাবা বসিয়েছে করোনা। তবে এখানে ইউরোপ-আমেরিকার চেয়ে তুলনামূলক কম গতিতে এগোচ্ছে করোনা ভাইরাস। একটি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ভারতে মাত্র ৮ দিনে দ্বিগুণ হয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই ৮ দিনে ১০ হাজার থেকে লাফিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০ হাজারে। তবুও ইউরোপ-আমেরিকার চেয়ে ভারতে করোনাভাইরাসের গতি কম। এর কারণ হিসেবে লকডাউনকে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, লকডাউনের কারণে ইউরোপ-আমেরিকার মতো ভারতে দ্রুত পরিস্থিতির অবনতি হয়নি। বরং এর সুবাদে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে চলেছে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct