করোনার সংক্রমণ থেকে বাঁচতে ১০ জন মুসল্লি ও দু’জন হাফেজসহ মোট ১২ জন রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। ধর্ম প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। করোনা ভাইরাসের বিস্তার রোধে মসজিদগুলোতে জামাত সীমিত করা হয়েছে। চাঁদ দেখার পর রাতে প্রথম তারাবির সালাত পড়বেন রোজাদাররা। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct