বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই অনুযায়ী শুক্রবার থেকে সেখানে রমজান মাস শুরু হচ্ছে। সৌদির সুপ্রিমকোর্ট জানিয়েছে, সৌদি আরবে অর্ধচন্দ্র দেখা গিয়েছে। এর অর্থ শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এবং ভারতে রোজা শুরু শনিবার থেকে। সৌদির রাজধানী রিয়াদ থেকে ১৪০ কিলোমিটার উত্তরে সুদাইর এবং কাসিমের মাঝখানে একটি ছোট্ট গ্রামে দেশটির হাওতাত সুদাইরের জ্যোতিবিজ্ঞান পর্যবেক্ষকদের একটি দল চাঁদ দেখেছে।মুসলিমরা লুনার ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। যেখানে ১২ মাসে এক বছর ধরা হয়। ৩৫৪ অথবা ৩৫৫ দিনে এক বছর গণনা করা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ৯ মাস পরে রোজার অর্ধচন্দ্র দেখা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct