মারণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত রাজ্যের মানুষকে ঘরে থাকার বার্তা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর সেই বার্তা দিতে তাঁকে একাধিকবার বাড়ির বাইরে বের হতে হচ্ছে। অনেকে অবশ্য মুখ্যমন্ত্রীকে চার দেওয়ালের মধ্যে থেকে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার কথা জানিয়েছেন। যদিও সে সবকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি এই কাজ করতে চেয়েছেন। তাতে তাঁর করোনা হলে কিছু যায় আসে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সবাইকে আবারও ঘরে থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউনের সব শর্ত মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘লকডাউনের জেরে প্রত্যেকের কম-বেশি সমস্যা হচ্ছে জানি। কিন্তু করোনার সঙ্গে লড়তে গেলে এটা করতেই হবে।’ একইসঙ্গে এই ভাইরাসের সংক্রমণ রুখতে প্রত্যেককে মুখে মাস্ক পরতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct