দিল্লির নিজামুদ্দিন তাবলীগি ইজতেমা বা সম্মেলনে যেসব মুসলিম অংশ নিয়েছিল তাদেরকে খুঁজে বের করে হয় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, অথবা হাসপাতালে রাখা হয়েছে। এদের মধ্যে যাদের করোনা টেস্ট করে নেগেটিভ হয়েছে তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিচ্ছে। কিন্তু ওই সব করোনা মুক্ত তাবলীগি মুসলিমরা এবার করোনা প্রতিরোধে এগিয়ে আসার সংকল্প নিয়েছেন। ছাড়া পাওয়ার সময় তারা চিকিৎসকদের বলছেন, তাদের প্লাজমা ব্যবহার করে করোনা আক্রান্ত রোগীদের বাঁচানো হোক। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে। ওখানকার সরকারি হাসপাতাল থেকে করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পর মুহাম্মদ জাফর নামে এক ব্যক্তি এখন বাড়িতে কোয়ারেন্টাইনে। তিনি দিল্লিতে তাবলীগি সম্মেলনে হাজির ছিলেন। তিনি, ছাড়া পেয়েছেন ১৬ এপ্রিল। এরপর তিনি সরকারি প্রশাসন কর্তাদের উদ্দেশ্যে বলেছেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য তিনি তার প্লাজমা দান করতে চান। তিনি আরো বলেন, প্রতি ছ মাস অন্তর রক্তদান করে থাকেন। তাই এবার মানবিক কাজে এগিয়ে আসতে প্লাজমা দান করতে চান।
এ ব্যাপারে জানা গেছে, ইরোডি মসজিদ কো অর্ডিনেশন কমিটি মঙ্গলবার এক ভিডিও প্রকাশ করেছে, সেখানে মুসলিমরা যাদের করোনা টেস্ট নেগেটিভ তারা প্লাজমা দান করার কথা জানিয়ে বলেছে, তাদের প্লাজমা করোনা আক্রান্তের চিকিৎসায় কাজে লাগানো হোক। তামিলনাড়ু সরকার এ ব্যাপারে আইসিএমআর এর কাছে অনুমতি চেয়েছে করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের জন্য। কারন চিকিৎসকরা বলছেন, প্লাজমা করোনা চিকিৎসায় কাজে লাগে। মুসলিমদের এই মানবিক আহ্বানকে তামিলনাড়ুতে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct