করোনা ভাইরাসের উৎপত্তি চীনের ইউহান শহর থেকে। কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃতের তালিকায় চিনকে অনেক আগেই ছাপিয়ে গেছে শক্তিধর দেশ আমেরিকা। করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মারা গেছে প্রায় তিন হাজার মানুষ। জানা গেছে, ২৪ ঘন্টায় আমেরিকায় মারা গেছে ২৮০৩ জন, যা একদিনে যে কোনো দেশের চেয়ে করোনা ভাইরাসে মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে কারণে ভাইরাসে আমেরিকায় মারা গেছে ৪৫ হাজার ৩৪৫ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান করছে আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ১৭৫ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ১৯ হাজার ৬৯৩ জন। আলো ঝলমলে শহরটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় এ শহরে মারা গেছে ৭৬৪ জন।
এ অবস্থায় একদিন আগেও নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মার্কিন নাগরিকরা লকডাউন তুলে নিতে বিক্ষোভ মিছিল করেছেন। নিউইয়র্কের পরই সবচেয়ে বেশি ৪ হাজার ৭৫৩ জন নিউজার্সিতে, এর পর মিশিগানে ২ হাজার ৭০০, ম্যাসাচুসেটসে ১ হাজার ৯৬১, পেনসিলভানিয়ায় ১ হাজার ৬১৪ ও ক্যালিফোর্নিয়ায় ১ হাজার ২৯৮ জন মারা গেছেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৭৭ হাজার ৬৭৪ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct