অভিজিৎ হাজরা, হাওড়া: চিকিৎসকদের মতে বর্তমান সময়ে ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচবার অন্যতম উপায়"হ্যান্ড স্যানিটাইজার"। এই হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কাজ করছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মেটিরিয়াল সায়েন্সের বিজ্ঞানী অরিজিৎ জানা। তার নেতৃত্বে শুরু হয়েছে জীবাণুনাশক তৈরীর কাজ। ইতিমধ্যে হাওড়া জেলার বাগনান ও আমতা ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে বরাত দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকবৃন্দ।
অরিজিৎ এর এই কাজে পাশে এগিয়ে এসেছে গ্ৰামীণ হাওড়ার আমতা ১ নং ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্পুর্ন বৈজ্ঞানিক উপায়ে তৈরি করা হচ্ছে এই জীবাণুনাশক বলে জানান অরিজিৎ জানা। তিনি বলেন, মূলত উড্ স্পিরিট, প্রাকৃতিক অ্যালভেরা,পাতিত জল দিয়ে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। তাঁদের তৈরী এই হ্যান্ড স্যানিটাইজার আমতা ১,বাগনান১ ব্লকের বিভিন্ন গ্ৰা মের হাজার হাজার মানুষের হাতে বিনামূল্যে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য-সদ্যস্যারা তুলে দিচ্ছেন। সেই সঙ্গে তার ব্যবহার করার পদ্ধতির পাশাপাশি বাড়িতে থাকার পরামর্শ সহ মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা প্রসঙ্গে সচেতন করছেন।
কোভিড-১৯ সংক্রমণনাশক এই হ্যান্ড স্যানিটাইজার তৈরীতে দিনরাত এক করে কাজ করছে সংগঠনের সদস্য-সদ্যস্যারা, যথারীতি নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে-সরকারি বিধি -নিষেধ মেনে। সংগঠনের সদস্য-সদ্যস্যাদের পাশাপাশি এই কাজে এলাকার সচেতন যুবক-যুবতীরা ও এগিয়ে এসেছেন।
সংগঠনের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন গ্ৰামের বহু সচেতন মানুষ।গ্ৰামীণ যুবকদের হাত ধরে কিছুটা হলেও করোনার বিরুদ্ধে লড়াইটা সহজ হল বলে জানালেন রাজ্য সরকারের এক আধিকারীক। তিনি বলেন,গ্ৰামীণ যুবক-যুবতীদের এই হ্যান্ড স্যানিটাইজার তৈরীর বিষয়টা সরকারকে ও জানানো হবে। ভবিষ্যতে এই যুবক-যুবতীদের সাহায্যে এটিকে স্বনির্ভর প্রকল্পের আওতায় আনা হবে বলে ও তিনি জানান। আমতা-১,বাগনান -১, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকবৃন্দ জানালেন, এই হ্যান্ড স্যানিটাইজার তৈরীর জন্য সংগঠনটিকে সবরকম কাঁচা সামগ্ৰী সরকারিভাবে সরবরাহ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct