দিল্লির নিজামুদ্দিন তাবলীগি মারকাজে করোনা সংক্রমণের সন্ধান পাওয়ার পর কেন্দ্রীয় সরকার জোর উদ্যোগ নিয়েছে কিভাবে এর মোকাবিলা করা হয়। বিভিন্ন রাজ্যগুলি দিল্লিতে তাবলীগি ইজতেমা বা সম্মেলনে হাজির হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করছে। আর যারা দিল্লির নিজামুদ্দিন ছিলেন তাদেরও কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছে। মাঝে মধ্যে কোনো কোনো সংবাদ মাধ্যমে ওই সব তাবলীগি কর্মীদের খবর বের হলেও তাদের করোনামুক্ত হওয়ার খবর তেমন সামনে আসেনি। আর যে সব খবর এসেছে তা বিভিন্ন সূত্রের খবরে। ফলে প্রকাশ্যে তাবলীগীদের খবর মিলছিল না। কিন্তু, এবার ভেলোর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা ২০ জন তাবলীগীকেই করোনা মুক্ত বলে ছেড়ে দেওয়া হল। শুধু তাই নয়, ছেড়ে দেওয়ার সময় জেলাশাসক ও পুলিশ সুপারের উদ্যোগে তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিদায় জানানো হল।
এ ব্যাপারে ভেলোর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর সেলভী বলেন, ১৫ জন এসেছিলেন রানীপেট জেলা থেকে এবং পাঁচজন এসেছেন তিরু পাথুর থেকে। এরা সবাই দিল্লিতে নিজামুদ্দিন মারকাজে হাজির ছিলেন। তাদের একজন আবদুর রহিম (৫৫) বলেন, আমরা আর উদ্বেগের মধ্যে নেই। একেবারে ধীর, শান্ত আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। করোনা মুক্ত হলেও এভাবেই চলতে হবে।
এদিন হাসপাতালে তাদের সবাইকে ফুলের তোড়া দিয়ে বিদায় অভ্যর্থনা জানান হয়। তাতে হাজির চিকেন জেলাশাসক এ শানমুগা সম্মুগম, পুলিশ সুপার প্রবিশ কুমার, চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct