জ্বর, সর্দি কাশি এসব উপসর্গ সাধারণত করোনা রোগীদের থাকে বলে চিকিৎসকরা বলছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দেশের বহু রোগী এমন আছেন তারা করোনা আক্রান্ত হয়েছেন অথচ তাদের মধ্যে করোনা উপসর্গ দেখা যায়নি।
এ ব্যাপারে আইসিএমআর জানিয়েছিল যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের ৮০ শতাংশেরই মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। তবে, সেই প্রবণতা এখন কমছে বলে উঠে আসছে পরিসংখ্যানে। আইসিএমআর সূত্র মঙ্গলবার জানিয়েছে, ভারতে এখন করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশের শরীরে উপসর্গের লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে করোনা সংক্রামিতদের খুঁজে বের করতে সমস্যা হতে পারে বলে মনে করছেন আইসিএমআরের এপিডেমোলজি এবং সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান ডা. রমন গঙ্গাখেদকর। তিনি বলেন, মানুষের মধ্যে করোনা উপসর্গ যত কম দেখা দেবে, তত কোভিড-১৯ আক্রান্তের খোঁজ পেতে মুশকিল হবে। সন্ধান না পাওয়ার জন্য করোনা উপসর্গহীন আক্রান্তদের থেকে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
যদিও তিনি জানান, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করলে উপসর্গহীন করোনা সংক্রমণে করা আক্রান্ত তার খোঁজ বেশি পাওয়া যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct