চিনে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত সে দেশে দু কোটিরও বেশি মানুষ মোবাইল ছেড়ে দিয়েছে। এই বিপুল সংখ্যক গ্রাহক মোবাইল ছেড়ে দেওয়ায় মাথায় হাত চিনা মোবাইল সার্ভিস প্রভাইডারগুলির। তবে, সত্যি মানুষ নিজের ইচ্ছায় মোবাইল পরিষেবা থেকে দূরে গেছে না মারা যাওয়ায় মোবাইল পরিত্যক্ত হয়ে গেছে তা নিয়ে অবশ্য তদন্তে নামেনি চিনের স্বাস্থ্য কমিশন। যদিও, তাদের হদিস পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, করোনা সংক্রমণ গ্রাস করার আগে পর্যন্ত চিনে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১৬০ কোটি। কিন্তু গত দুই মাসে চিনে দুই কোটি ১৪ লাখ গ্রাহক কমে গেছে। ফলে, চিন্তিত মোবাইল সংস্থাগুলি। এ ব্যাপারে চিনের তিনটি মোবাইল ফোন অপারেটরের ওয়েবসাইটে দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চায়না মোবাইল লিমিটেড নামক অপারেটর তাদের ৮০ লাখ গ্রাহক হারিয়েছে। ৭৮ লাখ সিম বন্ধ রয়েছে চিনা ইউনিকম হংকং লিমিটেডের। এবং চিনা টেলিকম করপোরেশন ৫৬ লাখ গ্রাহক হারিয়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতির মধ্যে এই দুই মাসে সব মিলিয়ে ২ কোটি ১৪ লাখ গ্রাহক হাওয়া হয়ে গেছে চিনে। এদিকে দ্রুত বিপুল সংখ্যক গ্রাহক হারিয়ে ফেলে বিপাকে পড়েছে এই তিন মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান।
তবে, সত্যি গ্রাহক মোবাইল সংযোগ ছেড়ে দিয়েছে না তারা করোনা ভাইরাসে মারা গেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct