লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাত্রী পরিবহন এখন নিষেধ। তাই পরিযায়ী শ্রমিকরা কিছুতেই বাড়ি ফিরতে পারছে না। এর মধ্যে অনেকে খাবার না পেয়ে বাড়িতে ফিরে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। দীর্ঘপথ পায়ে হেঁটে ফিরছে বাড়িতে। ইতিমধ্যে লকডাউনের কবলে পড়ে প্রায় দুশো মানুষ প্রাণ হারিয়েছে যাদের সিংহভাগ পায়ে হেঁটে যেতে গিয়ে।সেই তালিকায় যোগ হল এক কিশোরীর নাম, যে তেলেঙ্গানায় শ্রমিকের কাজ করত। জামলো মাকদম (১২) নামে ওই কিশোরীর বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়। না খেয়ে টানা তিন দিন হাঁটার পর বাড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে পথেই তার মৃত্যু হয়েছে। তেলেঙ্গানারএকটি গ্রামে মরিচের শস্যক্ষেতে কাজ করতে গিয়েছিল জামলো। লকডাউনের কারণে সেখানেই আটকা পড়ে মেয়েটি। তার মতো আরও ১১ জনকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলার উদ্দেশে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দেয়ার সময় খাবার বা জল কোনোটাই ঠিকমতো মেলেনি তাদের। ১৫ এপ্রিল থেকে সবাই মিলে টানা তিন দিন হাঁটে। জামলো যখন তার বাড়ি থেকে আর ১৪ কিলোমিটার দূরে, তখনই হঠাৎ পেটে মারাত্মক ব্যথা অনুভব করে সে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct