পাকিস্তানে সদ্য নির্বাচন শেষ হয়েছে নতুন সরকার গঠনের হিসাব-নিকাশ চলছে। এরই মাঝে রাজনৈতিক প্রতিহিংসার এক চরম নজির দেখাদিল। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পতাকা গায়ে জড়িয়ে দিয়ে এক কুকুরকে গুলি করে মারা হয়েছে।ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রতিবাদে এমনটা করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এ ঘটনায় আজ শনিবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।টুইটে পুলিশ বলেছে, রাতভর চেষ্টা করে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ওই দুই ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন। তারা হলের বান্নু জেলার জিন্দি আলী খেল এলাকার হজরত ওমর ও নাসিরুল্লাহ।
ভিডিওতে দেখা যায়, এ দুই ব্যক্তি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পতাকা কুকুরের গায়ে জড়িয়ে দেন।এরপরই বর্বরতার সেই নিষ্ঠুর প্রদর্শনী। কুকুরটিকে লক্ষ্য করে একবার নয়, পরপর তিনবার গুলি করা হয়। গুলি করার সময় পিটিআই জালিয়াতি করে নির্বাচনে জয় পেয়েছে বলেও চিৎকার করা হয়।পুরো ঘটনাটি ভিডিও করেন হজরত ওমর ও নাসিরুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, প্রাণী অধিকার রক্ষা আইন এ ক্ষেত্রে প্রয়োগ করা দরকার। দায়ী দুই ব্যক্তিকে বিরুদ্ধে এফআইআর করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct