ভারতে করোনার থেকেও বড় সমস্যা হল তাবলিগ জামাত। টুইটারে এমন মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। মুসলিম ধর্মাবলম্বীদের একাংশের রোষের মুখে পড়তে হয় ভারতীয় মহিলা কুস্তিগির ববিতা ফোগাটকে। লকডাউন শুরুর আগেই দিল্লির নিজামুদ্দিনে জমায়েত হয়েছিলেন তাবলিগ জামাতের সদস্যরা। কিন্তু লকডাউনের পরও সেখানেই থেকে গিয়েছিলেন অনেকে। তল্লাশি চালিয়ে দু'হাজারেরও বেশি জনকে সেখান থেকে বের করে আনে পুলিশ। তারপরই দেখা যায় তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন ববিতা। একটি টুইট করেন মাস কয়েক আগেই রাজনীতির আঙিনায় পা রাখা ববিতা। তিনি লেখেন, 'করোনাভাইরাস ভারতের দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা হল অসভ্য জামাতিরা।' এমন মন্তব্য করায় তার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন অনেকে। কিন্তু তাতেও দমে যাননি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই কুস্তিগির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct