বাড়িতে বসে ভিডিও কনফারেন্স করার জন্য জুম ব্যাপক সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। কম সময়ে। বিপুল জনপ্রিয়তা পেয়ে জুম এখন বিভিন্ন সংস্থার কাছে মহার্ঘ হয়ে উঠেছে। বাড়িতে বসে বিশ্বের যে কোনো প্রান্তে দু দশ জন লোকের সঙ্গে ভিডিও কনফারেন্স করা এখন হাতের মুঠোয়। কিন্তু, ইতিমধ্যে জুমের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, জুম নাকি বিপুল তাকে গ্রাহকদের তথ্য বিক্রি করছে। জুমের এই ভিডিও কনফারেন্সের সুবিধা ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এবার নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন এক নতুন ফিচার বাজারে এনেছে যা জুমকে একেবারে দমিয়ে দেবে। আর গ্রাহকদের সুরক্ষাও থাকবে। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারে এক সঙ্গে বহু লোকের সঙ্গে যেমন ভিডিও কনফারেন্স করা যাবে তেমনি কথাও বলা যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, তাদের v2.2.128 WhatsApp beta (Android) ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, ফেসবুক এখন হোয়াটসঅ্যাপের মালিক। তাদের দাবি, ভিডিও কনফারেন্স করার জন্য হোয়াটসঅ্যাপের নয় ভার্সন জুমের জনপ্রিয়তাকে দ্রুত ছাপিয়ে যাবে। আর গ্রাহকদের সুরক্ষাও থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct