করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিশের প্রায় সব দেশেই এখন লকডাউন ঘোষণা হয়েছে। বাদ যায়নি তুরস্কও। দীর্ঘদিন লকডাউন থাকায় ভেঙে পড়ছিল অর্থনীতি। তাই এক নয় পদক্ষেপ নিল এরদোগানের দেশ। অর্থনীতি চাঙ্গা করতে একেবারে বিশ্বের উল্টো পথে হাঁটতে শুরু করেছে তুরস্ক। বিশ্বের অধিকাংশ দেশ যেখানে লকডাউনে সেখানে তুরস্ক ভিন্ন পথে করোনা ভাইরাস মোকাবেলা করছে। প্রেসিডেন্ট এরদোগান সে দেশে আংশিক লকডাউন আরোপ করেছেন। অর্থাৎ ২০ বছরের নিচে ও ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাকি নাগরিকরা অর্থাৎ যুবকদের কাজে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এতে একদিনে অর্থনীতি চাঙ্গা থাকছে, অন্যদিকে করোনা সংক্রমণ কিছুটা হলেও এড়ানো সম্ভব হচ্ছে। তুরস্কের এ পন্থাকে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাগত জানিয়েছেন।
এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারীতে আক্রান্তদের এক-চতুর্থাংশই সুস্থ হয়ে পরিবারে ফিরে গেছেন। মারা গেছেন শনাক্তের মাত্র ১৪ দশমিক ৬৬ শতাংশ। এ তথ্য মিলছে শুধুমাত্র শনাক্তদের তথ্য বিশ্লেষণে। তবে বিশ্বজুড়ে এখনও অশনাক্ত রয়েছে গেছে লাখ লাখ রোগী। সকল শক্তি বিনিয়োগ করে প্রচেষ্টা চলছে তাদের শনাক্ত করে চিকিৎসা দেয়ার বা কোয়ারেন্টিন করে সংক্রমণ রোধের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct