ব্রিটেনে করোনা মহামারির আকার নিয়েছে। করোনা প্রতিরোধে হিমশিম খাচ্ছে ব্রিটিশ সরকার। রোজ মারা যাচ্ছেন মেডিকেল কর্মীরা। অভাব দেখা দিয়েছে মাস্ক আর স্যানিটাইজেশনের। সেই কঠিন মুহূর্তে সাধারণ মানুষকে বিনা মূল্যে মাস্ক আর স্যানিটাইজার তুলে দিয়ে সারা জাগালেন ব্রিটেনের এক মুসলিম দম্পতি। তারা হলেন আসিয়াহ ও তার স্বামী জাভেদ।
জানা গেছে, করোনা ভাইরাসে ব্রিটেনে কয়েক ডজন মেডিকেল কর্মী প্রাণ হারিয়েছেন। পারসোনাল প্রটেকটিভ ইক্যুয়িপমেন্টসহ (পিপিই) অন্যান্য সুরক্ষা উপকরণের অভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে ব্যবসা নয়, বরং মহানুভবতার হাত বাড়িয়ে দিয়েছেন আসিয়াহ ও তার স্বামী জাওয়াদ। বিনামূল্যে বিতরণ করছেন মাস্ক আর স্যানিটাইজার।
তাদের সেই বিতরণের চিত্র ব্রিটেনে আশার আলো জাগাচ্ছে। সকাল ৯টা বাজেনি, তার আগেই আসিয়াহ জাভেদের মুদি দোকানের বাইরে লম্বা লাইন লেগে গেছে। তাদের বেশিরভাগই শ্রমিক ও ন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিসের (এনএইচএস) কর্মী। সবাই অপেক্ষায় আছেন, কখন তাদের হাতে বিনামূল্যে হ্যান্ডস্যানিটাইজার-গ্লাভস তুলে দেয়া হবে। ৩৪ বছর বয়সী আসিয়াহ বলেন, ‘আমরা ভাবলাম মাস্ক বিক্রির বদলে সেগুলো এনএইচএসে দান করাই ভালো। কারণ তাদেরই সেগুলো বেশি দরকার, তারা মানুষের প্রাণ বাঁচাচ্ছে।’ তিনি বলেন, ‘মাস্কের অভাব থাকায় মেডিকেল কর্মীরা টাকা দিতে চাচ্ছিল, কিন্তু আমি তাদের বললাম, কোনো দরকার নেই। তারা খুবই ভালো কাজ করছে। আমরা তাদের কাছ থেকে টাকা নিতে পারি না।’
গত মার্চে ব্রিটেনে লকডাউন আরও জোরদার হলে আসিয়াহ একদিন দেখেন, এক বৃদ্ধা একটি সুপারমার্কেটের বাইরে কাঁদছেন। কারণ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সামর্থ্য ছিল না তার। সেই সময়ই এই স্কটিশ দম্পতি সিদ্ধান্ত নেন, তারা নিজেদের সঞ্চয় থেকে পাঁচ হাজার পাউন্ড দিয়ে মাস্ক, হ্যান্ডওয়াশসহ প্রয়োজনীয় উপকরণ কিনে যাদের সেগুলো দরকার তাদের মধ্যে বিতরণ করবেন। সেই থেকে গত চার সপ্তাহে স্কটল্যান্ডের ফলকির্ক শহরের এ দুই মহানুভব মানুষ অন্তত তিন হাজার পিস মাস্ক, এক হাজারেরও বেশি খাবারের পাকেট বিতরণ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct