লকডাউনের যাঁতাকলে পড়ে পরিযায়ী শ্রমিকদের বেহাল দশা খোদ রাজধানী দিল্লিতে। বাড়ি ফেরার জন্য হাজার হাজার পরিযায়ী শ্রমিক স্টেশনে ভিড় করতে পারছেন না লকডাউনের জন্য। অপেক্ষায় আছে কবে উঠবে লকডাউন। তাদের এখন ঠিকানা আশ্রয় শিবির। কিন্তু সেখানে তাদের ঠিকভাবে জুটছে না খাবার। তাই ভাগাড়ে থেকে অনেকে কলা কুড়িয়ে খাচ্ছেন পেটের জ্বালায়। বুধবার বিকেলে দিল্লির যমুনা নদীর তীরে এক ভাগাড়ে এভাবে কলা সংগ্রহ করার দৃশ্য সম্প্রচার করেছে এনডিটিভি। ভাগাড়ে ফেলা দেওয়া কলার মধ্য থেকে তারা ন্যূনতম খাওয়ার যোগ্যটি খুঁজে বের করার চেষ্টা করছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের কারণে রোজগার হারিয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। পরিবহন বন্ধ থাকায় ফিরতে পারেননি বাড়িতেও।সরকার এসব শ্রমিককে বিনামূল্যে খাবার ও আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বেশিরভাগই তা পাননি।গত মঙ্গলবার মেয়াদ বাড়ানোর ঘোষণার পরই বিভিন্ন রাজ্যের রাস্তায় বিক্ষোভ করেছে এসব শ্রমিকেরা। যমুনা নদীর নিগামবধ ঘাটের কাছে একটি ভাগাড়ে কলা ফেলে দেওয়া হয়। রাজধানী শহরের অন্যতম মূল ভাগাড় এটি। ধারণা করা হচ্ছে কোনও মৃত মানুষের শেষকৃত্য শেষে এগুলো ফেলে দেওয়া হয়। সেখানেই এক পরিযায়ী শ্রমিক খাদ্যের খোঁজে গেলে এনডিটিভি তা তুলে ধরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct