কেরল সরকার খুব ভালোভাবে করোনা প্রতিরোধে কাজ করছে। কিন্তু সেখানকার পুলিশ করোনা প্রতিরোধের নামে অমানবিক হয়ে উঠলো। এক অসুস্থ পিতাকে অটো রিকশায় নিয়ে যাচ্ছিলেন তার ছেলে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকে দেয় পুলিশ। বাধ্য করে তাদেরকে অটো থেকে নামতে। এরপর উপায় না দেখে ছেলে তখন বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে হাসপাতালের পথে এগিয়ে যেতে বাধ্য হন। ঘটনাটি ঘটেছে কেরলের পুনালুর এলাকায়।
জানা গেছে বুধবার কূল্যাথুফুজা এলাকার ওই বাসিন্দা যখন বাবাকে অটোয় করে পুনালুর তালুক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তখন পুলিশ করোনা নিষেধাজ্ঞার দোহাই দিয়ে তাদের নামিয়ে দেন। অসহায় ছেলে তখন বাবাকে প্রায় এক কিলোমিটার কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে পুনালুর তালুক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে ওষুধ দিয়ে ওই দিনই ছেড়ে দেন।
এই অমানবিকতার বিরুদ্ধে কেরল হিউম্যান রাইটস কমিশন এ অভিযোগ দায়ের করেছে পুলিশের বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct