করোনা ভাইরাসের নমুনা মিলেছে পশুদের শরীরেও। ক'দিন আগে আমেরিকার নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ করোনায় সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছিল।আর সেই ভয়ে তেলেঙ্গানার এক ছাগল পালনকারী ব্যক্তি তার ছাগলগুলোকে করোনার হাত থেকে বাঁচাতে মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। খাম্মাম জেলার কাল্লুর মন্ডল এলাকার বাসিন্দা ভেঙ্কটেশ্বরা রাও বলেছেন, ‘আমার ২০ টি ছাগল আছে এবং এগুলির ওপরই আমার পরিবারের আয় নির্ভর করে। কারণ আমার কোন নিজস্ব চাষের জমি নেই। করোনা ভাইরাসের খবর জানতে পেরে আমি যখনই বাড়ির বাইরে যাই আমি মাস্ক ব্যবহার করি। আমেরিকায় বাঘের শরীরে করোনার উপস্থিতির খবর পাওয়ার পর আমি আমার ছাগলগুলির মুখেও মাস্ক পরিয়ে দিয়েছি। যেহেতু আমি নিজেও মাস্ক পরছি, তাই জঙ্গলে ছাগল চড়াতে গেলে তাদের মুখেও মাস্ক লাগিয়ে দিই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct