তুরস্কের দুটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিষিদ্ধ করলো সৌদি সরকার। সৌদির সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর গত দুই বছর ধরে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে যে উত্তেজনা চলে আসছে। এবার তার ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ এই কঠোর ব্যবস্থা নিল। সৌদি সরকার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদম্যাধম আনাদোলু এবং টিআরটি-কে নিষিদ্ধ ঘোষণা করেছে। তার আগে সৌদি আরবের সরকারপন্থী কিছু লোকজন সোশ্যাল মিডিয়ায় তুরস্কের এইসব সংবাদমাধ্যম বন্ধের ব্যাপারে প্রচার চালিয়ে আসছিল। তাদের দাবি, তুরস্কের এসব সংবাদমাধ্যম সৌদি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন এবং অপপ্রচার চালাচ্ছে। যদিও সৌদি আরব সরকার এখনও সরকারিভাবে তুর্কি সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেনি।তবে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের একটি মেইল ফাঁস হয়ে গিয়েছে, যেখানে বলা হয়েছে তুরস্কের দুটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। গণমাধ্যম দুটির বিরুদ্ধে সৌদি তথ্য মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct