করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এর ফলে ঘরবন্দী জীবন একঘেয়ে মনে হচ্ছে অনেকের কাছে। ইংল্যান্ডেও চলছে লকডাউন। এতে ঘরবন্দী হয়ে একঘেয়ে জীবন থেকে 'মুক্তি' পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওয়েলসের দক্ষিণাঞ্চলের রনডা এলাকার কিয়ান নামে এক কিশোর। আত্মহত্যা করা কিয়ানের মা জুলেন সাউথওয়ে বলেন, 'আমার ছেলে অত্যন্ত বিনয়ী, ভদ্র ও চুপচাপ স্বভাবের ছিল। কিন্তু গত সোমবার থেকে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পর থেকে ঘরেবন্দী থেকে বিষন্নতায় ভুগতে থাকে ছেলে। বন্ধুদের সঙ্গে খেলতে যেতে না পেরে হাঁপিয়ে ওঠেছিল সে। এর প্রেক্ষিতে আত্মহত্যা করেছে সে। বৃহস্পতিবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কিয়ান সবার কথা ভাবতো। তার ছোট বোন ডার্সির খুবই প্রিয় ছিল কিয়ান।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct