পশ্চিম দিল্লির একটি গ্রামের গোশালায় গত দুই দিনে ৪০ টি গরুর মৃত্যুহয়েছে বলে জানা গেছে।দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার পশ্চিম দিল্লিরদ্বারকা এলাকার ঘুম্মানহেরা গ্রামের বড় একটি গোশালায়কমপক্ষে ৪০টি গরুর মৃত্যুহয়েছে। হঠাৎ করে গরু মারা যাওয়ার কারণ অনুসন্ধানে কাজ চলছে। গ্রামবাসি মহামারি আকারে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে।তবে রোগাক্রান্ত গরুগুলির মৃত্যুর প্রকৃত কারণ কী তা অবশ্য জানা যায়নি।
এ বিষয়ে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ অফিসার বলেছের, পশু চিকিৎসক গরুর মৃত্যুর কারণ খুজে বের করেত ময়নাতদন্তসহ বিভিন্ন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
গ্রামবাসিরা জানিয়েছে, ২০ একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিতগোশালাটি ১৯৯৫ সালে তৈরি হয়েছিল। এই গোশালায় প্রায় ১৪ শ’ গরুরাখার ব্যবস্থা রয়েছে। আর তাদের দেখাশোনার জন্য রয়েছে ২০ জন কর্মী।যেসব গরুর অবাঞ্ছিত কিংবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং যাদের কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি এমন গরুগুলোকে আটক করে ওই গোশালায় রাখা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct