অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরা পড়ায় এখন গ্রামজুড়ে প্রবল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ধর্মদাসবাড় গ্রামে। জানা গেছে, অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন সেই এলাকার বাসিন্দারা।উত্তেজনার বসে ওই যুবককে ধরে এলাকার বাসিন্দারা মারধর করেন বলেও অভিযোগ। সকালে ঘটনাটা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে
অভিযুক্ত এই যুবক কাঁথি শহরের শেরপুর এতোয়ারিবাড়ের বাসিন্দা । এই যুবক পেশায় নয়াপুট এলাকার একটা বিদ্যালয়ের করণিক বলেই স্থানীয়রা জানিয়েছে।
অভিযোগ-বেশ কিছুদিন ধরে ধর্মদাসবাড় এলাকার এক মহিলার সঙ্গে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে সেখানকার বাসিন্দারা। তারপর থেকেই তারা সন্দেহ করতে শুরু করে। বুধবার রাতে কাঁথি শহর থেকে খানিকটা দূরে তেলিপুকুর এলাকা থেকে ওই মহিলার সঙ্গে যুবককে ধরে ফেলেন মহিলার প্রতিবেশিরা।সুত্রের দাবী সেখান থেকে দুজনকে গাড়িতে তুলে নিয়ে যায় কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন ধর্মদাসবাড় গ্রামে। তারপরেই উত্তেজনা ছড়ায়।এর কিছুক্ষণ বাদে খবর পেয়ে সেখানে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। অভিযুক্ত যুবক এবং ওই মহিলাকে উদ্ধার করে কাঁথি থানায় নিয়ে যায় পুলিশ। এই বিষয়ে বৃহস্পতিবার কাঁথির এসডিপিও অভিষেক চক্রবর্তীর দাবি- এলাকায় অপ্রীতিকর ঘটনার জন্য দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মহিলা কোনো অভিযোগ লিখিতভাবে দায়ের করেননি। তাই এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct