করোনা সংক্রমণ রোধ করার জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল ওড়িশা।সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এদিন বিষয়টি জানালেন। ওড়িশা ভারতের প্রথম রাজ্য, যেখানে তারা লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ রাখবে। আর এই বিষয়টি তারা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছেন। ওড়িশা সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। কেন্দ্রকেও সেই একই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। গত এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে করোনা ভাইরাস। জীবন আর একই রকম থাকবে না। এটা আমাদের সবাইকে অবশ্যই বুঝতে হবে এবং সবাই মিলে দৃঢ়ভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ত্যাগ ও ঈশ্বর জগন্নাথের আশীর্বাদে এই দিন কেটে যাবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct