করোনা ছড়িয়ে পড়া এড়াতে বিভিন্ন দেশে নানা প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বিস্তার রোধে অনেক দেশ এরই মধ্যে লকডাউন ঘোষণা করেছে।সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হলে এর কোনো বিকল্পও নেই। কারণ নিয়ম মানা না হলে করোনা আরও বেশি মরণঘাতী হয়ে উঠবে। এবং স্বাভাবিকের মাত্রার চেয়ে অনেক বেশি মানুষকে আক্রান্ত করবে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিচার্সের এক প্রতিবেদন উঠে এসেছে, লকডাউন এবং সামাজিক দূরত্বের নিয়ম মানা না হলে ৩০ দিনে একজন করোনা রোগী আক্রান্ত করতে পারেন আরও ৪০৬ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ আগারওয়াল বলেন, ' একজন ব্যক্তি যদি লকডাউন এবং সামাজিক দূরত্বের নিয়ম না মানেন, তবে ৩০ দিনে তিনি আরও ৪০৬ জনকে আক্রান্ত করতে পারেন। তবে সামাজিক মেলামেশা যদি ৭৫ শতাংশ কমিয়ে আনা যায়, তবে সেই একই ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হতে পারেন শুধুমাত্র ২.৫ জন ব্যক্তি। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct